যেকোনও মুহূর্তে হতে পারতো নাশকতা,নিশানায় ছিল দিল্লির জনবহুল এলাকা ! ISIS মডিউলের পর্দাফাঁস দিল্লিতে,গ্রেপ্তার ২ জঙ্গি

বড় জঙ্গিচক্রের পর্দাফাঁস।

author-image
Debjit Biswas
New Update
LASHKAR

নিজস্ব সংবাদদাতা : জঙ্গিদমনে একটি বড়সড় সাফল্য লাভ করলো দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল (Special Cell)। জঙ্গি সংগঠন আইএসআইএস (ISIS)-এর একটি বড়মাপের মডিউলের পর্দাফাঁস করলো দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল (Special Cell)। এই ঘটনায় দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জঙ্গিদের নিশানায় ছিল দিল্লির অত্যধিক জনসমাগমপূর্ণ এলাকাগুলি (heavy footfall areas)।

পুলিশ সূত্রে খবর, ধৃত দুই সন্দেহভাজন জঙ্গির মধ্যে একজন দিল্লির বাসিন্দা এবং অন্যজন মধ্য প্রদেশের।

Arrest

এই বিষয়ে দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,''নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু সন্দেহজনক জিনিস এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এই গ্রেপ্তারের ফলে রাজধানীতে একটি বড় জঙ্গি হামলার ছক বানচাল করা সম্ভব হল।''