উদ্ধার ৬ কোটি টাকার মাদকদ্রব্য ! পুলিশ ও BSF-এর যৌথ অভিযানে আসামে গ্রেপ্তার ১

মাদকচক্রের পর্দাফাঁস আসামে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ আসাম পুলিশ এবং বিএসএফ (BSF India) যৌথভাবে আসামের শ্রীভূমি জেলার সেখরবন্ধ (Sekharbondh) এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এই অভিযানের ফলে ওই এলাকায় প্রায় ২২,০০০ ইয়াবা ট্যাবলেট (Yaba tablets) জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমান মাদকের বাজার মূল্য হল প্রায় ৬.৬ কোটি টাকা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে এই অভিযানে আপাতত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

Arrest