BREAKING: ১১ মাসেই ঐতিহাসিক পরিবর্তন হয়েছে ওড়িশায় ! বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি

কি বললেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ?

author-image
Debjit Biswas
New Update
Mohan Charan Majhiq1.jpg

নিজস্ব সংবাদদাতা - এবার ওড়িশার ডেভেলপমেন্ট প্রসঙ্গে বড় দাবি করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি বলেন,''মাত্র ১১ মাসেই আমরা ওড়িশার জনগণের বেশিরভাগ ইচ্ছা পূরণ করতে পেরেছি। গত ২৪ বছরে যা হয়নি, তা আমরা মাত্র ২৪ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে করেছি। আমাদের 'সুভদ্রা' প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের এক কোটিরও বেশি মহিলা উপকৃত হয়েছেন, যার মধ্যে ১৭ লক্ষ মহিলাই  ‘লাখপতি দিদি’ হয়েছেন।''

Mohan Charan Majhiq2.jpg