বিগ ব্রেকিং: মৃত শাহরুখ

বিস্তারিত প্রতিবেদনে।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মুজাফ্ফরনগরের একটি সংঘর্ষে নিহত হলেন কুখ্যাত গ্যাংস্টার সঞ্জীব মাহেশ্বরী জিভা এবং মাফিয়া ডন মুখতার আনসারির গ্যাংয়ের শার্পশুটার শাহরুখ পাঠান। তাকে এনকাউন্টারে গুলি করে হত্যা করে মেরঠ এসটিএফ (বিশেষ টাস্ক ফোর্স)। পুলিশের ওপর দশটির বেশি রাউন্ড গুলি ছোড়ে শাহরুখ পাঠান, তবে পাল্টা অভিযানে তাকে গুলি করে হত্যা করা হয়।

শাহরুখ পাঠানের বিরুদ্ধে এক ডজনের বেশি ফৌজদারি মামলা দায়ের ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি পিস্তল, একটি দেশি ৯ এমএম পিস্তল, একটি গাড়ি এবং ৬০টির বেশি গুলির খোসা উদ্ধার করেছে। এসটিএফ জানায়, শাহরুখ একাধিক বড় অপরাধে যুক্ত ছিল এবং সে দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিল। অভিযানের পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এনকাউন্টার সংক্রান্ত তদন্ত চালিয়ে যাচ্ছে মেরঠ এসটিএফ।