নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তার আগে আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আম্বার বিধানসভা কেন্দ্রে জনসভায় ভাষণ দিয়েছেন। সেখান থেকে তিনি এবার কংগ্রেসকে নিশানা করেছেন। তিনি বলেছেন, "৫৫ থেকে ৬০ বছরে কংগ্রেস যা করতে পারেনি, প্রধানমন্ত্রী মোদী তা করেছেন মাত্র ৯ বছরে। বিশেষ করে, এই ৯ বছরে ১২ কোটি গরিব মানুষ শৌচাগার পেয়েছে, ৪ কোটি মানুষ ঘর পেয়েছে, ৪ কোটি মানুষ বিদ্যুৎ সংযোগ পেয়েছে, ১০ কোটি মানুষ দরিদ্র উজ্জ্বলা যোজনার সংযোগ পেয়েছে"। রাজস্থান নির্বাচনের আগে যোগী আদিত্যনাথের এই মন্তব্যে কংগ্রেসের পুরো খেলা এলোমেলো হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)