File Picture
নিজস্ব সংবাদদাতা: দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2913 উড্ডয়নের কিছুক্ষণ পরেই প্রযুক্তিগত সমস্যার কারণে রাজধানীতে ফিরে আসে। জানা গিয়েছে, বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন লাগার সতর্ক সংকেত পেয়ে ককপিট ক্রু তৎক্ষণাৎ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেন।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এক বিবৃতিতে জানান, “স্ট্যান্ডার্ড সুরক্ষা প্রক্রিয়া অনুযায়ী পাইলটরা ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং অবিলম্বে দিল্লি বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিমানটি নিরাপদে অবতরণ করেছে।”
ঘটনার পর সংশ্লিষ্ট বিমানটি গ্রাউন্ডেড করে দেওয়া হয়েছে এবং ইঞ্জিনের ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। যাত্রীদের বিকল্প বিমানে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে, যা অচিরেই ইন্দোরের উদ্দেশে রওনা হবে।
এয়ার ইন্ডিয়া আশ্বস্ত করেছে যে যাত্রীদের কোনও অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। কোম্পানির তরফে আরও বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের প্রথম অগ্রাধিকার, এবং প্রতিটি ঘটনার ক্ষেত্রে নিয়মমাফিক সুরক্ষা প্রটোকল কঠোরভাবে মেনে চলা হয়।
ঘটনার ফলে যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ দেখা দিলেও, বিমানটি নিরাপদে অবতরণ করায় সকলেই স্বস্তি পেয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ার ইন্ডিয়ার টেকনিক্যাল টিম ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
Flight AI2913, operating from Delhi to Indore on 31 August, air-returned to Delhi shortly after take-off, as the cockpit crew received a fire indication for the right engine. Following standard procedure, the cockpit crew elected to shut down the engine and returned to Delhi,…
— ANI (@ANI) August 31, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us