/anm-bengali/media/media_files/1AWJpl0N29IkzZL0vMTU.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তাঁর ছেলের গ্রেফতারকে ঘিরে কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে সরব হলেন। শুক্রবার, নিজের ছেলের জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “১০ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত—এই চার মাসেরও বেশি সময়ে কোনও নোটিস পাঠানো হয়নি, কোনও জিজ্ঞাসাবাদও হয়নি। কিন্তু আজ হঠাৎ করেই সরাসরি গ্রেফতার করা হল।” ভূপেশ বাঘেল আরও বলেন, “মার্চে আমাদের বাড়িতে ইডি হানা দেয়। এরপর ২৬ মার্চ হয় সিবিআই-এর অভিযান। কিন্তু কোনও দিনই আমার ছেলের বিরুদ্ধে সরাসরি কিছু বলা হয়নি। আজকের গ্রেফতারি স্পষ্ট করে দেয়—এটা রাজনৈতিক চক্রান্ত। কংগ্রেস আদানির বিরুদ্ধে কথা বলেছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
/anm-bengali/media/post_attachments/3d197306-a2a.png)
তিনি আরও অভিযোগ করেন, “এই গোটা মামলার ভিত্তি পাপ্পু বনসল নামক ব্যক্তির বয়ান। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে, অথচ তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ইডি ও সিবিআই অফিসেও যাচ্ছেন। সেই ব্যক্তির বয়ানের ভিত্তিতে আমার ছেলের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে!” ভূপেশ বাঘেল এই ঘটনাকে “সরকারি সংস্থার অপব্যবহার” বলেও মন্তব্য করেন এবং বলেন, “জনগণ সব বুঝতে পারছে। এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত।”
#WATCH | Raipur | Former Chhattisgarh Chief Minister Bhupesh Baghel says, "ED conducted a raid at our residence in March. 15 days later, on 26th March, there was a CBI raid. From 10th March to 18th July, on my son's birthday today, not even once was a notice sent, and there was… pic.twitter.com/l8g0PcqSur
— ANI (@ANI) July 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us