এক সঙ্গে অনেক টাকা! মোদী সরকারের বড় ঘোষণা

সপ্তম বেতন কমিশন অনুসারে, ডিএ বছরে ২ বার বাড়ানো হয়, যার হারগুলি ১ জানুয়ারী এবং ১ জুলাই থেকে প্রযোজ্য। ডিএ সর্বশেষ মার্চ মাসে বাড়ানো হয়। তারপর আবার বৃদ্ধির অপেক্ষায় অসংখ্য কর্মী।

author-image
Anusmita Bhattacharya
New Update
modi happys.jpg

নিজস্ব সংবাদদাতা: বর্ষাকাল এখন প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর কয়েক দিন পরে বৃষ্টির বিদায়ী সময় আসছে। কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা এরই মধ্যে বড় সুখবর পেতে পারেন। সেই নিয়ে ইতিমধ্যে চলছে আলোচনা। অনুমান করা হচ্ছে যে মোদী সরকার খুব তাড়াতাড়ি ডিএ প্রায় ৪ শতাংশ বৃদ্ধি করে দিতে পারে। আর তার ফলে এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে মূল বেতনে।

অ্যাকাউন্টে বকেয়া ডিএ টাকাও পেয়ে যেতে পারেন। যদি এই দুটি উপহার এক সঙ্গে দেওয়া হয় , তবে এই বছরটি কর্মীদের জন্য আশীর্বাদ। অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার আনুষ্ঠানিকভাবে ডিএ বাড়ানোর ঘোষণা না করলেও শিগগিরই তা এ ব্যাপারে ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। কেন্দ্র সরকার শীঘ্রই কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ৪ শতাংশ বাড়াতে পারে, যা পুজোর আগে বড় উপহার হবে। এর পরে ডিএ ৪৬ শতাংশে পৌঁছে যাবে। এই বৃদ্ধির ফলে প্রায় ১ কোটি কর্মচারী উপকৃত হতে পারেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ৪২ শতাংশ ডিএ সুবিধা পাচ্ছেন।