/anm-bengali/media/media_files/1AWJpl0N29IkzZL0vMTU.jpg)
নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ফের বিজেপিকে তীব্র আক্রমণ করলেন। শনিবার কোরহায় পুণম পাসওয়ানের মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজ আমরা কোরহা যাচ্ছি পুণম পাসওয়ানের মনোনয়নের জন্য। তারপর গয়া যাব। আমার সঙ্গে কানহাইয়া কুমারও রয়েছেন।”
এরপর বিজেপিকে একহাত নিয়ে বাঘেল বলেন, “ভারতীয় জনতা পার্টি ঘৃণার রাজনীতি করে, ওরা অন্য কিছু জানেই না। দেশ বা রাজ্য চালানো ওদের কাজ নয়— ওরা কেবল ঘৃণা ছড়িয়ে ভোট পায়। মুসলমানদের গালাগাল দিয়ে ভোট চায়, অথচ বড় বড় বিজেপি নেতাদের মুসলিম জামাই রয়েছে!”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Gxx4q5W6BteybM0MOD5e.jpg)
তিনি আরও যোগ করেন, “ওরা মুসলমানদের অপমান করে ভোট নেয়, কিন্তু নিজেদের মেয়েদের বিয়ে দেয় মুসলমানদের সঙ্গে। এটাই তাদের দ্বিচারিতা।”
বাঘেলের এই বক্তব্যে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। বিজেপি নেতৃত্ব তার এই মন্তব্যকে ‘সস্তা রাজনীতি’ বলে কটাক্ষ করেছে, অন্যদিকে কংগ্রেস শিবিরের দাবি— বাঘেল কেবল বিজেপির ‘ভণ্ড জাতীয়তাবাদ’ উন্মোচন করেছেন।
রাজনৈতিক মহলের বিশ্লেষণ, নির্বাচনের মুখে বাঘেলের এই তীব্র ভাষায় আক্রমণ কংগ্রেসের সংখ্যালঘু তাসকে আরও দৃঢ়ভাবে সামনে আনার ইঙ্গিত দিচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us