BREAKING: ট্রাফিক কর্মীদের মনোবল বাড়াতে অভিনব উদ্যোগ নিল ভুবনেশ্বর পুলিশ !

কি উদ্যোগ নিল ভুবনেশ্বর পুলিশ ?

author-image
Debjit Biswas
New Update
trafficdelhi

নিজস্ব সংবাদদাতা - এবার ট্রাফিক কর্মীদের মনোবল বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল ভুবনেশ্বর পুলিশ। এই বিষয়ে ভুবনেশ্বর-কটক পুলিশ কমিশনার সুরেশ দেব দত্ত সিং বলেন,''সীমিত সম্পদের মধ্যেও ভুবনেশ্বর এখন ট্রাফিক ব্যবস্থাপনায় দেশের অন্যতম সেরা শহর। ট্রাফিক কর্মীরা কঠিন পরিবেশে কাজ করেন। এই কথা মাথায় রেখে তাঁদের মনোবল বাড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।'' এই বিশেষ উদ্যোগের মাধ্যমে ট্রাফিক কর্মীদের সানগ্লাস ও ইনসুলেটেড ওয়াটার বটল দেওয়া হবে এবং শহরের ২২টি স্থানে বিশ্রামের জন্য পোস্ট বসানো হবে।

Traffic