/anm-bengali/media/media_files/2025/11/30/moulana-2025-11-30-21-19-28.png)
নিজস্ব সংবাদদাতা: ভোপালে মৌলানা মাহমুদ মাদানি-এর বক্তৃতাকে কেন্দ্র করে পাল্টা তীব্র প্রতিক্রিয়া দিলেন আধ্যাত্মিক নেত্রী ইশিকা তানেজা। তিনি বলেন, তিনি সব মুসলিমকে একভাবে দেখছেন না, কিন্তু কিছু প্রশ্ন তুলছেন সমাজের সামনে। তাঁর বক্তব্য, যে সমাজে পশুও নিরাপদ নয়, সেখানে মেয়েরা কতটা নিরাপদ থাকতে পারে, সেই প্রশ্ন তোলাই স্বাভাবিক। তিনি ট্রিপল তালাকের প্রসঙ্গ তুলে বলেন, এমন প্রথা থাকলে মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ইশিকা তনেজার অভিযোগ, ভালবাসার নাম করে অনেক সময় মেয়েদের ভুল পথে টেনে নেওয়া হয় এবং ফাঁদে ফেলা হয়। তিনি বলেন, যদি কেউ নিজের ধর্ম নিয়ে স্পষ্টভাবে সত্য কথা বলে, তারপরও যদি কেউ সেই পথ বেছে নেয়, তাহলে তাঁর কোনও আপত্তি নেই। তিনি আরও দাবি করেন, একটি মাত্র স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেই প্রায় ৮,৫০০ জন মহিলা ফিরে এসেছেন। তাঁর মন্তব্য, যদি এখনও কেউ বলে যে ‘লাভ জিহাদ’ বলে কিছু নেই, তা হলে বাস্তব থেকে চোখ বন্ধ করা হচ্ছে। এই ধরনের বিষয় নিয়ে যুব সমাজকে একসঙ্গে হয়ে আলোচনা করারও আহ্বান জানান তিনি। পুরো বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/30/ishika-taneja-2025-11-30-21-20-07.png)
#WATCH | Delhi: On Jamiat Ulama-i-Hind president Maulana Mahmood Madani's speech in Bhopal, Spiritual Leader Ishika Taneja says, "I'm not saying all Muslims come from that thought process. But I ask my Hindu daughters and sisters, what kind of religion is this where even an… pic.twitter.com/hG5L4vnzA6
— ANI (@ANI) November 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us