হুইপ জারি করল BJP

সংসদের দুই কক্ষেই বাদল অধিবেশন চলছে। যদিও একাধিক ইস্যুকে কেন্দ্র করে বিরোধীরা বারবার বিক্ষোভ দেখিয়েই চলেছেন। এদিকে এরই মাঝে আবারও হুইপ জারি করল ভারতীয় জনতা পার্টি (BJP)।

author-image
SWETA MITRA
New Update
bjp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও হুইপ জারি করল ভারতীয়জনতাপার্টি (BJP)। জানা গিয়েছে, আগামীআগস্টথেকে১১আগস্টপর্যন্তলোকসভারসাংসদদেরসংসদেউপস্থিতথাকারজন্যএবংসরকারেরঅবস্থানবিলগুলিকেসমর্থনকরারজন্যতিনলাইনেরহুইপজারিকরে।