পোখরনে ‘ভারত শক্তি’ ওয়ারগেমে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রাজস্থানের পোখরনে ‘ভারত শক্তি’ ওয়ারগেমে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ মার্চ হবে ভারতীয় সেনার ওই মহড়া। সেখানে সেনার হাতে থাকা বিভিন্ন যুদ্ধাস্ত্র নিয়ে কসরত চলবে। লোকসভা ভোটের প্রাক্কালে সেনার সঙ্গে সময় কাটাতে দেখা যাবে মোদীকে।

মোদীর ‘আত্মনির্ভর ভারত’ চিন্তাকে মাথায় রেখেই হবে এই সেনা মহড়া

প্রধানমন্ত্রী মোদীর ‘আত্মনির্ভর ভারত’ চিন্তাকে মাথায় রেখেই হবে এই সেনা মহড়া। ভারতের তৈরি বিশেষ যুদ্ধসরঞ্জাম প্রদর্শিত হবে সেখানে। পাশাপাশি ভারতের অখণ্ডতা এবং সুরক্ষা নিয়েও প্রদর্শনী হবে সেই মহড়াতে। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারাল অনিল চৌহ্বান।