আগামীকাল ১৪ জানুয়ারি...রাজ্যে রাহুল গান্ধী, বড় ঘোষণা কংগ্রেসের

আবারও একবার শিরোনামে কংগ্রেস দল।

author-image
SWETA MITRA
New Update
rahul ten.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান, আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ বলেন, "আগামীকাল অর্থাৎ ১৪ জানুয়ারি মণিপুরের থৌবাল থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হতে চলেছে। আগামীকাল সকাল ১১টায় রাহুল গান্ধী ইম্ফলে আসবেন এবং প্রথমে খোংজম ওয়ার মেমোরিয়ালে যাবেন। এই যুদ্ধ স্মৃতিসৌধের গুরুত্ব শুধু মণিপুরের জন্য নয়, সমগ্র দেশের জন্য।“