রাজ্য সভাপতিকে বদলে দিল বিজেপি, আচমকা সিদ্ধান্তে তাজ্জব সকলে

মেঘালয়ে বিজেপির রাজ্য সভাপতি দায়িত্ব নিলেন রিকমান মোমিন এবং পুদুচেরিতে বিজেপির রাজ্য সভাপতি পদের দায়িত্ব দেওয়া হল এস সেলভাগানাবাথিকে।

author-image
SWETA MITRA
New Update
BJP CHATTI.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার বিভিন্ন রাজ্য সভাপতিদের মুখে বদল ঘটালো। সবথেকে বড় বদল ঘটল নাগাল্যান্ডে। জানা গিয়েছে, বেঞ্জামিন ইয়েপথোমিকে (Benjamin Yepthomi) নাগাল্যান্ডের নতুন বিজেপি সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।