‘মেরি মা কা মঙ্গলসূত্র দেশ কো কুরবান হুয়া হ্যায়’, অকপট কংগ্রেস নেত্রী

২০২৪ লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে দেশের রাজনৈতিক মহলে জল্পনা এখন তুঙ্গে। ভোটের মধ্যে বিজেপিকে নিশানা করে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

author-image
Probha Rani Das
New Update
VWRRTY1.jpg

নিজস্ব সংবাদদাতাঃকংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, “গত দু'দিন ধরে বলা হচ্ছে যে কংগ্রেস পার্টি আপনার কাছ থেকে আপনার 'মঙ্গলসূত্র' এবং আপনার সোনা ছিনিয়ে নিতে চায়। দেশ ৭০ বছর ধরে স্বাধীন হয়েছে এবং ৫৫ বছর ধরে কংগ্রেস সরকার রয়েছে। কেউ কি আপনাদের সোনা মঙ্গলসূত্র ছিনিয়ে নিল? যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী সোনা দিয়েছিলেন দেশকে। মেরি মা কা 'মঙ্গলসূত্র' দেশ কো কুরবান হুয়া হ্যায়সত্যি কথা হল, এই বিজেপির লোকেরা মহিলাদের সংগ্রাম বুঝতে পারে না।” 

VWRRTY2.jpg

Add 1