নিজস্ব সংবাদদাতাঃকর্ণাটকের বিজেপি প্রধান বিজয়েন্দ্র ইয়েদুরাপ্পা বলেছেন, “আমি কংগ্রেসের প্রার্থীপদ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আমরা কর্ণাটকে আত্মবিশ্বাসী যে বিজেপি আমাদের শরিক জেডিএসের সঙ্গে মিলে ২৮টি আসনই জিতবে। কর্ণাটকের রাজনীতির ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি। আমরা এখানে আগামী লোকসভা নির্বাচনে সুইপ করতে চলেছি।”
/anm-bengali/media/media_files/oMRKtgTtSLA31PyNPsZb.jpg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/NBAKptOTDC1TPOxAAkrY.webp)
রাজনীতির ইতিহাসে নতুন রেকর্ড, রাজ্যে ২৮ টি আসনই জিতবে বিজেপি, ঘুরলো খেলা
সামনেই হতে চলেছে লোকসভা নির্বাচন। এই নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি এখন। কর্ণাটকের রাজনীতি পরিস্থিতি নিয়ে বিশেষ মন্তব্য পেশ করলেন কর্ণাটকের বিজেপি প্রধান বিজয়েন্দ্র ইয়েদুরাপ্পা।
নিজস্ব সংবাদদাতাঃকর্ণাটকের বিজেপি প্রধান বিজয়েন্দ্র ইয়েদুরাপ্পা বলেছেন, “আমি কংগ্রেসের প্রার্থীপদ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আমরা কর্ণাটকে আত্মবিশ্বাসী যে বিজেপি আমাদের শরিক জেডিএসের সঙ্গে মিলে ২৮টি আসনই জিতবে। কর্ণাটকের রাজনীতির ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি। আমরা এখানে আগামী লোকসভা নির্বাচনে সুইপ করতে চলেছি।”