/anm-bengali/media/media_files/NAeAzWCvQSlACRxi26sl.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আগামী মাস অর্থাৎ অগস্ট মাসে মোট ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আসুন জেনে নিই সেগুলি কোন কোন দিন ? জানা গিয়েছে যে, প্রথম সপ্তাহে ৪ অগস্ট রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর আগামী ১০ অগস্ট মাসের দ্বিতীয় শনিবার পড়বে। সেকেন্ড স্যাটার্ডে থাকায় এ দিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
/anm-bengali/media/post_attachments/4c8094a37e08386be17dc467ca4b46e74fc6f694fc1a6e4e18b1046387af1f16.jpg?quality=100)
এছাড়াও, অগস্টের দ্বিতীয় সপ্তাহে আগামী ১১ অগস্ট রবিবার পড়েছে। তাই এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিকে এরপর ১৫ অগস্ট আবার স্বাধীনতা দিবসের দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। তৃতীয় সপ্তাহে আগামী ১৮ অগস্ট পড়েছে রবিরার। তার পরের দিন অর্থাৎ ১৯ অগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকবে। ২৪ অগস্ট মাসের চতুর্থ শনিবার। সেদিনও সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর আবার ২৫ অগস্ট রবিবার তাই সে দিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর আবার ২৬ অগস্ট জন্মাষ্টমী। তাই পরপর টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
/anm-bengali/media/post_attachments/8c50f4f050fd8a10af7d55c66afe56fd276f945e390daa6349cdf624d1842f20.jpg?itok=e30zbonL&c=c5af8c0f92ccc8e249257bf0f1cb18e8)
এক্ষেত্রে উল্লেখ্য যে, ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে ট্র্যানজ্যাকশন নেট ব্যাকিংয়ের মাধ্যেমে ব্যাঙ্কের একাধিক পরিষেবার সুবিধে পেতে পারবেন গ্রাহকরা।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us