/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডে ‘অপারেশন কালনেমি’–র অংশ হিসেবে দেরাদুন পুলিশ গ্রেফতার করল এক বাংলাদেশি মহিলাকে। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে হিন্দু পরিচয় নিয়ে ভারতে বেআইনিভাবে বসবাস করছিলেন এবং নকল পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আসল নাম Babli Begum, বয়স ২৮। তবে দেরাদুনের পটেলনগর এলাকায় তিনি Bhoomi Sharma নামে বসবাস করছিলেন। ওই নামেই তিনি পরিচয়পত্র সংগ্রহ করেন এবং সমাজে নিজের অবস্থান তৈরি করেন।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, বেগম বাংলাদেশের গাইবান্দা জেলার বাসিন্দা। কোভিড–১৯ মহামারীর সময় সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে ভারতে ঢোকেন। কয়েক জায়গা বদলের পর ২০২১ সালে দেরাদুনে পৌঁছান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/28/arrested-a-2025-07-28-18-53-37.jpg)
অভিযুক্তের আরও স্বীকারোক্তি— ২০২২ সালে দেরাদুনের এক স্থানীয় যুবকের সঙ্গে তিনি বিয়ে করেন। বিয়ের পর ভুয়ো নাম ‘ভূমি শর্মা’ ব্যবহার করে আধার কার্ড, ভোটার আইডি সহ বেশ কিছু ভারতীয় পরিচয়পত্র পেতে সক্ষম হন।
পুলিশের দাবি, এই ঘটনা শুধু জালিয়াতিই নয়, বড় নিরাপত্তা–ঝুঁকিও তৈরি করেছে। অপারেশন কালনেমির লক্ষ্যই হল, জাল নথি ব্যবহার করে উত্তরাখণ্ডে থাকা ভুয়ো পরিচয়ের ব্যক্তিদের চিহ্নিত করা।
পুলিশ অভিযান চালাচ্ছে, এবং বেগমের নথিপত্র সংগ্রহের পিছনে কারা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us