উত্তর-পূর্বে ঢুকতে পারবে না বাংলাদেশের পণ্য, কলকাতা-মুম্বই বাদে বন্ধ সব পথ

ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশ ভারতীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিলে পাল্টা জবাব ভারত দিতে পারে।

author-image
Tamalika Chakraborty
New Update
india bangladesh

নিজস্ব সংবাদদাতা: ভারত সরকার জানিয়ে দিয়েছে, বাংলাদেশ-ভারতের বাণিজ্য সম্পর্ক এবার থেকে চলবে “বিনিময় ভিত্তিতে” অর্থাৎ বাংলাদেশ যদি ভারতীয় পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করে, ভারতও সমান জবাব দেবে।

সেই অনুযায়ী, ভারতের পক্ষ থেকে  সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে তৈরি পোশাক (RMG) আমদানি এখন থেকে কেবল দুটি সমুদ্রবন্দর কলকাতা ও নাভা শেভা (মুম্বই) দিয়েই হবে। উত্তর-পূর্ব ভারতের স্থলবন্দর দিয়ে  বাংলাদেশের তৈরি কোনওরকম রেডিমেড পোশাক আমদানি করা হবে না। সরকারি সূত্রে আরও বলা হয়েছে, "বাংলাদেশ ভারতীয় সুতা ও চালের ওপর যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ভারতীয় রপ্তানি পণ্যের ওপর বাড়তি ‘ইন্সপেকশন’ চালাচ্ছে, এই পদক্ষেপ তারই জবাব।"

bangladesh business

ত্রিপুরার ছয়টি বন্দর, আসামের তিনটি ও মেঘালয়ের দুটি স্থল বন্দরে বাংলাদেশ পণ্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস, প্লাস্টিক পণ্য, কাঠের আসবাব, কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, ফলের স্বাদের পানীয় এবং তুলো ও তুলোর আবর্জনা পণ্য এই স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না।

এর আগে ভারত বাংলাদেশের পণ্যকে অন্য দেশে দেশে রপ্তানির জন্য ভারতীয় বন্দর ও বিমানবন্দর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, “ভারত এতদিন একতরফা ছাড় দিয়ে এসেছিল, এবার সেই অসাম্য ঠিক করা হলো।”