নবরাত্রিতে খোলা জায়গায় মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা: জয়পুর মেয়র কুসুম যাদব

জয়পুর মেয়র কুসুম যাদব কি বলেছেন?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: রাজস্থান-এর জয়পুর হেরিটেজের মেয়র কুসুম যাদব জানিয়েছেন, নবরাত্রির সময় হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ যাতে আঘাতপ্রাপ্ত না হয়, সে জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে নগর নিগম। তিনি বলেন, “নবরাত্রিতে নবরূপে দুর্গার পূজা হয়। তাই এই সময় বেআইনি মাংস বিক্রি বা খোলা জায়গায় মাংস বিক্রিকে সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।” তাঁর মতে, খোলা জায়গায় মাংস বিক্রি শুধু ধর্মীয় ভাবাবেগেই আঘাত হানে না, বরং স্বাস্থ্যঝুঁকিও তৈরি করে। যাদবের ভাষায়, “মাংসের উপর ধুলো-ময়লা, মাছি বসে—যা মানুষের জীবনের সঙ্গে খেলা করার সমান।” ফলে নবরাত্রি চলাকালীন স্বাস্থ্য ও ধর্মীয় ভাবাবেগ রক্ষার্থে এই পদক্ষেপকে জরুরি বলে মনে করছে জয়পুর নগর নিগম।