নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মন্ত্রী বেবি রানি মৌর্য মুখ্যমন্ত্রী মমতাকে করলেন কটাক্ষ। তিনি বলেছেন, "মুখ্যমন্ত্রী যোগীর বিরুদ্ধে অশালীন শব্দ ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নোংরা মানসিকতার পরিচয় দিয়েছেন। বাংলায় তিনি অরাজকতার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যেখানে প্রকাশ্যে দলিতদের হত্যা করা হচ্ছে, যানবাহনে আগুন লাগানো হচ্ছে। তাঁর মানসিকতা সর্বদা হিন্দু-বিরোধী। কেবল তুষ্টির জন্য, তিনি সনাতন সংস্কৃতির বিরোধিতা করেন। তিনি নিজের পদ সামলাতে পারেন না। যখন মুখ্যমন্ত্রী যোগী মমতাকে আয়না দেখালেন, যিনি দাঙ্গাকারীদের সামনে নাক ঘষছেন, তখন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন"।
/anm-bengali/media/post_attachments/aajtak/images/author/baby-rani-maurya-290125.jpg)