ভারত বাবর-এর দেশ নয়, যারা তার নাম মহিমান্বিত করে তারা দেশদ্রোহী ! বেলডাঙার 'বাবরি মসজিদ' ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে হুঙ্কার যোগগুরু রামদেবের

কি বললেন যোগগুরু রামদেব ?

author-image
Debjit Biswas
New Update
ramdevv.jpg

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির আজ (৬ ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীর দিনে) নতুন করে একটি 'বাবরি মসজিদ'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যোগগুরু এবং পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেব এই ঘটনা প্রসঙ্গে কড়া মন্তব্য করে বাবরকে 'বিদেশি হানাদার' আখ্যা দিয়েছেন।

রামদেব স্পষ্ট জানিয়েছেন যে, ভারতের পরিচয় কোনো বিদেশি আক্রমণকারীর নামে নয়। ভারত দেশের বীর ও দেবতাদের সম্পত্তি। তিনি বলেন,''ভারত বাবর-এর দেশ নয়। ভারত মহারানা প্রতাপ, ছত্রপতি শিবাজী মহারাজ, চন্দ্রশেখর, রাজগুরু, ভগত সিং, রাম-কৃষ্ণ, সনাতন এবং শিব-এর দেশ। বাবর ছিল একজন বিদেশি হানাদার এবং ডাকাত।"

humayun kabir aas

এরপর তিনি বলেন,''যে ব্যক্তিরা তার নাম মহিমান্বিত করতে চান, তারা ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। এমন মানুষ কখনোই তাদের লক্ষ্যে সফল হবে না।"