/anm-bengali/media/media_files/2025/11/17/bjp-leader-up-2025-11-17-18-59-51.png)
নিজস্ব সংবাদদাতা: দ্বৈত প্যান কার্ড মামলায় সমাজবাদী পার্টির নেতা আজম খান ও তাঁর ছেলে আবদুল্লাহ আজম খানের সাত বছরের কারাদণ্ডের রায় ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আর সেই প্রসঙ্গেই সরব হলেন বিজেপি নেত্রী অর্পণা বিস্ট যাদব। তাঁর মতে, এত বড় দায়িত্বে থাকা সত্ত্বেও এমন পরিস্থিতি তৈরি হওয়া হাস্যকর এবং অতি লজ্জাজনক।
অর্পণার কথায়, যাঁরা ক্ষমতার শীর্ষে বসে এত বছর রাজনীতি করেছেন, যাঁদের হাতে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব ছিল, তাঁদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ প্রমাণিত হওয়া রীতিমতো আত্মসমালোচনার বিষয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার স্পষ্ট করে দিয়েছেন—দেশে কোনো প্রকার বিশৃঙ্খলা, দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। আইন নিজের পথে চলবে, তা যারাই হোন না কেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/05/azam-khan-2025-11-05-08-55-35.png)
আজম খান ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা ভুয়ো তথ্য দিয়ে দুইটি পৃথক প্যান কার্ড নিয়েছিলেন। তদন্তে সেই অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। এই রায়ের পর উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়তে শুরু করেছে।
বিজেপির দাবি, এটি প্রমাণ করে আইন কোনও পক্ষপাত করে না। অন্যদিকে সমাজবাদী পার্টির একটি অংশ এই রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বলেও মন্তব্য করেছে। তবে অর্পণা যাদবের বক্তব্য—আইনের কাছে সবাই সমান, এবং অনিয়ম করলে শাস্তি হবেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us