প্রচারে যেতে পারবেন না আজম খান—স্বাস্থ্য? নাকি নিরাপত্তার ভয়? বিস্ফোরক দাবি

বিহার নির্বাচন ২০২৫ নিয়ে আজম খানের তোপ—‘বিহারে জঙ্গলরাজ। গণতন্ত্র আর আইনের শাসন ফেরাতে ভোট দিন।’ নিরাপত্তা ও স্বাস্থ্যজনিত কারণে প্রচারে যেতে পারছেন না বলে জানান তিনি।

author-image
Tamalika Chakraborty
New Update
azam khan

নিজস্ব সংবাদদাতা: সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা আজম খান ফের রাজনৈতিক তীর ছুড়লেন বিহারের উদ্দেশে। আগামী বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বললেন, স্বাস্থ্য আর নিরাপত্তা সমস্যার জন্য সেখানে যেতে পারছি না—মানুষ বলছে বিহারে আবার ‘জঙ্গলরাজ’। সেই জঙ্গলরাজ শেষ হতেই হবে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা আর আইনের শাসন ফেরাতে আমাদের মতো মানুষদের আবার রাজনীতির মাটিতে দাঁড়াতে হবে। আজমের দাবি—বিহারের মানুষ এবার একজোট হয়ে ভোট দিক, গণতন্ত্রকে বাঁচানোর জন্য ভোট দিক।

azam khan w

আজম খানের কথায় স্পষ্ট, বিহার ভোটে শুধু রাজ্য নয়, দেশের ভবিষ্যৎও জড়িয়ে। তিনি বলেন, এ নির্বাচনে রায় হবে ভারতের রাজনৈতিক দিশা নিয়ে—জবাবদিহির রাজনীতি ফিরবে, নাকি ভয় আর অস্থিরতার আবহ চলবে? তাঁর মতে, ভোট মানে শুধু সরকার বদল নয়, শাসনব্যবস্থা বাঁচানো।

আজম খান প্রচারে যেতে না পারলেও বার্তা দিয়েছেন—ভোটের দিন বিহারের মানুষ যেন ভয় নয়, বিবেকের কথা শোনেন।