Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: আজ বিজেপি নিজের সংকল্প পত্র প্রকাশ করল লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। এই পত্র হল বিজেপির ইস্তেহার। দিল্লিতে এই সংকল্প পত্র প্রকাশ করলেন স্বয়ং মোদী। তাতে বেশ কিছু গ্যারান্টির কথা বলা হয়েছে।
/anm-bengali/media/media_files/WSdFp6GA61Yrj7Ba03xa.jpg)
সেখানে প্রধানমন্ত্রী মোদী বিশেষ ঘোষণা করলেন 'আয়ুষ্মান ভারত' যোজনাকে কেন্দ্র করে। ৭০ বছরের ঊর্ধ্বে প্রত্যেক বৃদ্ধ এবং বৃদ্ধা আয়ুষ্মান যোজনার অন্তর্গত হবেন। ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা পাবেন তাঁরা।
/anm-bengali/media/media_files/4oZnHc6c9fnnm1L10DAX.png)
/anm-bengali/media/post_attachments/ad8668c74c5239834cbf54f0893551d20ed597ee9f0862d2ad683a442c29a671.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us