ভগবান রামের আমলের অযোধ্যাকে ফিরে আসবে? কি জানানো হল?

ভগবান রামের আমলের অযোধ্যা, কি জানানো হল?

author-image
Aniket
New Update
RAM MANDIR.jpg

File Picture


নিজস্ব সংবাদদাতা: অযোধ্যা রাম মন্দির নির্মাণের পর্যালোচনা করেছেন পৌর কমিশনার বিশাল সিং। এবার তিনি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভগবান রামের আমলের অযোধ্যাকে ফিরেয়ে আনার চেষ্টা করা হবে। তিনি বলেছেন, "আমরা অযোধ্যার পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের প্রতি অত্যন্ত মনোযোগী। আমাদের প্রয়াস হল অযোধ্যাকে ভগবান রামের আমলের মতো দেখানো"।