উৎসবের আঙিনায় অযোধ্যা, নিরাপত্তায় ঘিরলো পুলিশ

নিরাপত্তা ব্যবস্থা দেখা গেল জোরদার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ram temple morning view.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ অযোধ্যা জুড়ে ছিল সাজোসাজো রব। ধ্বজারোহণের জন্য বহু ভক্তের সমাগম হয়েছিল অযোধ্যায়। আর তা নিয়েই নিরাপত্তা ব্যবস্থা দেখা গেল জোরদার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রী রাম জন্মভূমি মন্দিরের 'শিখরে' আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলন করলেন। ভগবান রামের অভিজিৎ মুহুর্ত এবং মাতা সীতার বিবাহ পঞ্চমীর সাথে মিলে যাওয়ার জন্য হল এই পতাকা উত্তোলন।