ভক্ত সমাগমে কানায় কানায় পূর্ণ সরযূ ঘাট, ঐতিহাসিক দীপোৎসবের সাক্ষী পুরো বিশ্ব,

অযোধ্যার রাম কি পৈড়িতে চলছে রামলীলা ও লেজার শো। দীপোৎসবে সরযূ নদীর ঘাটে জ্বলছে অসংখ্য প্রদীপ ও আলো। লাখো ভক্তের উপস্থিতিতে উৎসব মুখর অযোধ্যা।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যার আকাশ আজ যেন স্বর্গের আলোয় রাঙানো! পবিত্র সরযূ নদীর তীরে অবস্থিত রাম কি পৈড়িতে শুরু হয়েছে বর্ণাঢ্য রামলীলা ও লেজার শো। দীপোৎসব উপলক্ষে গোটা শহর আজ আলোয় মোড়া। নদীর ঘাট থেকে রাজপথ পর্যন্ত জ্বলছে অসংখ্য প্রদীপ ও রঙিন আলোর মালা। রামভক্তদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে সমগ্র অযোধ্যা। মন্ত্রোচ্চারণ ও ঢাক-ঢোলের তালে শহরজুড়ে সৃষ্টি হয়েছে এক অপার্থিব পরিবেশ।

sarju ghat diwali

রাষ্ট্র ও রাজ্যের গুরুত্বপূর্ণ অতিথিরা পাশাপাশি সাধারণ মানুষও ভিড় জমিয়েছেন রামলীলা উপভোগ করতে। লেজার শো-র মাধ্যমে প্রদর্শিত হচ্ছে রামচন্দ্রের জন্ম থেকে রাবণ বধ পর্যন্ত ঐতিহাসিক কাহিনি। রাতে থেমে থেমে আতশবাজির রোশনাই রাঙিয়ে তুলছে অযোধ্যার নীল আকাশ।

দীপোৎসব উপলক্ষে রাম কি পৈড়িতে দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের ঢল নেমেছে। কেউ ছবি তুলছে, কেউ প্রদীপ জ্বালাচ্ছে, কেউ আবার ভক্তিভরে দর্শন করছে সেই ঘাট, যেখানে শ্রীরামচন্দ্র ফিরে এসেছিলেন অযোধ্যায়। আয়োজকদের মতে, এবারের দীপোৎসবে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা, কারণ হাজার হাজার প্রদীপ একসঙ্গে প্রজ্বলিত হয়েছে সরযূ নদীর তীরে।

অযোধ্যা আজ ভক্তি, আলো ও উৎসবের শহর—যেখানে প্রতিটি প্রদীপ যেন বলছে, “জয় শ্রী রাম!”