অযোধ্যা ভারত–কোরিয়া সাংস্কৃতিক বন্ধনের প্রতীক: দক্ষিণ কোরিয়ার সাংসদ জেওন কিম

“ভারতীয় রাজকন্যার ঐতিহাসিক সম্পর্ক আজও দুই দেশের পারস্পরিক সম্মানকে দৃঢ় করে”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-25 10.45.45 PM

নিজস্ব সংবাদদাতা:  দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের সদস্য জেওন কিম বলেছেন যে অযোধ্যা তাঁর কাছে অত্যন্ত বিশেষ ও প্রতীকী স্থান। তিনি জানান, তাঁর “প্রপিতামহী”—ভারতের এক রাজকন্যা—সাংস্কৃতিক উদারতা ও অজানা সংস্কৃতিকে সম্মান জানানোর মনোভাব নিয়ে কোরিয়ায় গিয়েছিলেন।

জেওন কিম বলেন, “আমার প্রপিতামহ ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে তাঁকে গ্রহণ করেছিলেন। আজও ভারত ও কোরিয়া একইভাবে পরস্পরকে সম্মান করে। সংস্কৃতিকে বুঝে নেওয়ার মধ্য দিয়েই এই সম্পর্ক আরও দৃঢ় হয়।”