“চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত সিদ্ধান্ত নয়”—বিমান দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী!

কেন্দ্রীয় বিমানমন্ত্রী বলেছেন, চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।

author-image
Tamalika Chakraborty
New Update
aviation minister


নিজস্ব সংবাদদাতা: গত মাসে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়েAircraft Accident Investigation Bureau (AAIB)-এর প্রকাশিত প্রাথমিক রিপোর্ট ঘিরে তৈরি হয়েছে দেশজুড়ে আলোড়ন। তবে এই রিপোর্টকে চূড়ান্ত বলে ধরে না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু।

এক একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, “এই মুহূর্তে কেবল প্রাথমিক তদন্তের রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাই কোনও সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, যতক্ষণ না চূড়ান্ত রিপোর্ট সামনে আসে।”

উল্লেখ্য, ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি উড্ডয়নের কিছু সেকেন্ড পরই আহমেদাবাদ শহরের একটি মেডিকেল হোস্টেল কমপ্লেক্সের ওপর ভেঙে পড়ে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারান বিমানে থাকা ২৪১ জন যাত্রী ও কর্মী।

plane crash  hostel

মন্ত্রী নাইডু আরও বলেন, “এই দুর্ভাগ্যজনক ঘটনার তদন্তের কাজ অত্যন্ত গুরুত্ব সহকারে চলছে। তবে আমাদের দেশের পাইলট এবং কেবিন ক্রুদের দক্ষতা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। তারা বিশ্বের সেরা। এভিয়েশনের মেরুদণ্ড হল আমাদের এই পেশাজীবীরা।”

AAIB-এর প্রাথমিক তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কীভাবে প্রযুক্তিগত ত্রুটি ও বিমান উড্ডয়নের সময়কার কয়েকটি চরম গুরুত্বপূর্ণ মুহূর্ত পুরো ঘটনাপ্রবাহকে প্রভাবিত করেছে। তবে এও বলা হয়েছে, সব তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হলে তবেই প্রকৃত কারণ জানা যাবে।

সরকার ইতিমধ্যেই নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলিকে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে।