ভারতের সঙ্গে যৌথ মহড়ায় অস্ট্রেলিয়া

এবার ভারতের সঙ্গে আকাশ পথে যৌথ মহড়ায় দেখা যাবে অস্ট্রেলিয়ান বিমানকে। এরই মধ্যে ভারতের নৌবাহিনীর ঘাঁটিতে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়ান বিমান। 

author-image
Ritika Das
New Update
plane.jpg

নিজস্ব সংবাদদাতা: ভারতের সঙ্গে এবার যৌথ মহড়ায় অস্ট্রেলিয়া। গত শুক্রবার ভারতীয় নৌবাহিনীর ঘাঁটি আইএনএস রাজালিতে পৌঁছেছে অস্ট্রেলিয়ান বিমান P-8A মেরিটাইম পেট্রোল এবং রিকনাইস্যান্স এয়ারক্রাফ্ট।  জানা গিয়েছে, ভারতীয় নৌবাহিনীর P8I বিমানের সঙ্গে যৌথ মহড়ায় সামিল হবে অস্ট্রেলিয়ান বিমান।