সরকারি আধিকারিক সেজে নগদ ভ্যান থেকে ৭ কোটি টাকারও বেশি লুঠ ! বেঙ্গালুরুতে ফিল্মি কায়দায় ডাকাতি, শহরজুড়ে হাই অ্যালার্ট

কেন শহরজুড়ে হাই অ্যালার্ট ?

author-image
Debjit Biswas
New Update
Crime

নিজস্ব সংবাদদাতা : সরকারি আধিকারিক সেজে একটি সংঘবদ্ধ দল আজ দিনের আলোয় বেঙ্গালুরুতে এটিএম (ATM)-এর টাকা বহনকারী একটি নগদ ভ্যান (cash van) থেকে প্রায় ৭ কোটি ১১ লক্ষ টাকা লুঠ করেছে। প্রতারণা ও ডাকাতির এই দুঃসাহসিক ঘটনায় বেঙ্গালুরু পুলিশ শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করেছে।

পুলিশ সূত্রে খবর, আজ দুপুরে (প্রায় ১:৩০PM নাগাদ) দক্ষিণ বেঙ্গালুরুর জয়দেব ডেইরি সার্কেল বা সাউথ এন্ড সার্কেল এলাকার কাছে এই ডাকাতির ঘটনা ঘটে। সিএমএস (CMS) কোম্পানির ওই নগদ ভ্যানটি এটিএম-এ টাকা ভরার জন্য যাচ্ছিল।

Police

৭ থেকে ৮ জন দুষ্কৃতীর একটি দল একটি ইনোভা (Innova) গাড়িতে করে এসে ভ্যানটিকে আটকায়। তারা নিজেদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) আধিকারিক বা কেন্দ্রীয় ট্যাক্স বিভাগের আধিকারিক বলে পরিচয় দেয়। তারা আগ্নেয়াস্ত্রধারী রক্ষী সহ ভ্যানের কর্মীদের ভয় দেখিয়ে ভ্যান থেকে নামিয়ে দেয়। এরপর তারা চালককে নিয়ে অন্য একটি ফ্লাইওভারের দিকে যায় এবং সেখানেই সমস্ত নগদ টাকা কৌশলে নিজেদের গাড়িতে সরিয়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই চাঞ্চল্যকর ডাকাতির পর বেঙ্গালুরু নগর পুলিশ কমিশনার সিমান্ত কুমার সিংয়ের নির্দেশে তদন্তে নামে একাধিক বিশেষ দল। দুষ্কৃতীরা যাতে শহর ছেড়ে পালাতে না পারে, তার জন্য সমস্ত প্রধান মোড়ে এবং বিশেষ করে পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ুর দিকে যাওয়া সীমান্তগুলিতে ব্যারিকেড (nakabandi) তৈরি করে তল্লাশি চালানো হচ্ছে।