প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করল পুলিশ! মুখ্যমন্ত্রীকে দিলেন "অভিশাপ"

কেন আটক করা হল তাকে?

author-image
Anusmita Bhattacharya
New Update
atishidetain

নিজস্ব সংবাদদাতা: দিল্লির কালকাজির ভূমিহীন ক্যাম্পে ভাঙন বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার সময় দিল্লি পুলিশ প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশীকে আটক করল। 

প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী বলেন, "বিজেপি আগামীকাল এই বস্তিগুলো ভেঙে ফেলবে এবং আজ আমাকে জেলে পাঠানো হচ্ছে কারণ আমি এই বস্তিবাসীদের জন্য আওয়াজ তুলছি। বস্তিবাসীদের অভিশাপ লাগবে বিজেপি আর রেখা গুপ্তার উপর। বিজেপি আর কখনও ফিরে আসবে না"।

1200-675-22506820-thumbnail-16x9-atishi
ফাইল চিত্র