নিজস্ব সংবাদদাতা: দিল্লির কালকাজির ভূমিহীন ক্যাম্পে ভাঙন বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার সময় দিল্লি পুলিশ প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশীকে আটক করল।
প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী বলেন, "বিজেপি আগামীকাল এই বস্তিগুলো ভেঙে ফেলবে এবং আজ আমাকে জেলে পাঠানো হচ্ছে কারণ আমি এই বস্তিবাসীদের জন্য আওয়াজ তুলছি। বস্তিবাসীদের অভিশাপ লাগবে বিজেপি আর রেখা গুপ্তার উপর। বিজেপি আর কখনও ফিরে আসবে না"।
ফাইল চিত্র
#WATCH | Delhi: Former CM Atishi says, "BJP is going to demolish these jhuggis tomorrow and I am being jailed today because I am raising my voice for these slum dwellers. 'BJP aur Rekha Gupta ko jhuggi waalon ki haay lagegi.'.. BJP will never come back." https://t.co/x3anje89AGpic.twitter.com/Ofb3K8AXH3