/anm-bengali/media/media_files/G39BpBurwgy0b01o6bEe.jpg)
নিজস্ব সংবাদদাতা : মৃতদের তালিকায় নেই আসামের কোনও ব্যক্তি। কিন্তু মানবিকতার খাতিরে এবার পহেলগাঁও হামলায় প্রতিটি নিহতের পরিবারকে ৫ লাখ টাকা সাহায্য ঘোষণা করলো আসাম সরকার। আজ এই বিষয়ে মুখ খোলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
/anm-bengali/media/media_files/L3038ExYgST4XnEihS2o.jpg)
তিনি বলেন,“এই হামলায় আসামের কেউ নিহত না হলেও, আসাম সন্ত্রাস ও বিদ্রোহের যন্ত্রণা বহুবার সহ্য করেছে। তাই আমরা এই বেদনার অনুভব জানি। তাই সংহতির প্রতীক হিসেবেই আসাম সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।” এরপর তিনি আরও বলেন,''গোটা আসাম এইসময় প্রধানমন্ত্রী মোদির পাশে রয়েছে।''
#WATCH | Guwahati, Assam: CM Himanta Biswa Sarma says, "The people of Assam are extremely angry at the recent terrorist attack in Pahalgam. We stand with Prime Minister Narendra Modi... No one from Assam has been killed in this attack. Assam is one of the states that has suffered… pic.twitter.com/4fIg0pt0c5
— ANI (@ANI) April 24, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us