আসাম রাইফেলস ও কাকচিং পুলিশের যৌথ অভিযানে বড় সাফল্য ! মণিপুরে উদ্ধার বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ

মনিপুরে ফের বড় সাফল্য।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : মনিপুরে ফের একবার এক বড়মাপের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। আজ আসাম রাইফেলস এবং কাকচিং পুলিশের কমান্ডোরা এক বিশেষ যৌথ অভিযান চালিয়ে কাকচিং জেলার উমাতেলের কাছে নিউ চায়াং এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডার উদ্ধার করেছে। এই অভিযানটি মণিপুরের অভ্যন্তরে গড়ে ওঠা অবৈধ অস্ত্র ও জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাবকেই ফের একবার তুলে ধরল।

যৌথ বাহিনীর এই বিশেষ অভিযানে যেসব অস্ত্র ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে : ১. একটি আইএনএসএএস (INSAS) এলএমজি (LMG) (লাইট মেশিন গান), বেশ কিছু রাইফেল এবং হ্যান্ড গ্রেনেড। ২. বিপুল পরিমাণ গুলি ও গোলাবারুদ। ৩. সামরিক কাজে ব্যবহৃত অন্যান্য কৌশলগত সরঞ্জাম (tactical equipment)।

Guns

উদ্ধার হওয়া সমস্ত অস্ত্র ও গোলাবারুদ তদন্তের জন্য ওয়াইখং (Waikhong) পুলিশ স্টেশনের হাতে তুলে দেওয়া হয়েছে। এই অস্ত্রগুলি কারা সংগ্রহ করেছিল, এর উৎস কী এবং কী উদ্দেশ্যে তা মজুদ করা হয়েছিল, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই ধরনের যৌথ অভিযান রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর বিশেষ তৎপরতার প্রমাণ দেয়।