ভগবান রামের প্রতি "অ্যালার্জিক" কংগ্রেস! কটাক্ষ মুখ্যমন্ত্রীর

কংগ্রেস দলকে নজিরবিহীন ভাষায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।

author-image
SWETA MITRA
New Update
cong raja.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসকে (Congress) নজিরবিহীন ভাষায় এবার আক্রমণ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, 'প্রবীণ কংগ্রেস নেতা এবং গান্ধী পরিবারের অনুগত আচার্য প্রমোদ জি আমার কথার সত্যতা নিশ্চিত করেছেন- একটি নির্দিষ্ট ভোট ব্যাঙ্কের ভয়ে কংগ্রেস প্রভু শ্রী রামের প্রতি "অ্যালার্জিক"। এর প্রমাণ হল ভোটের আগে আপনারা কংগ্রেস নেতা এবং তথাকথিত হনুমান ভক্তদের শ্রী রাম জন্মভূমি ব্যতীত প্রতিটি মন্দিরে যেতে দেখতে পাবেন। আমার চ্যালেঞ্জ রয়ে গেছে- তারা কখন রামলালা বিরাজমান পরিদর্শন করবেন?  আচার্যজির প্রতি আমার সহানুভূতি, প্রভু শ্রীরামের পক্ষে কথা বলার জন্য কংগ্রেসিরা তাঁকে গালি দেবে।'