কেন্দ্রের ওপর বিস্ফোরক মন্তব্য করলেন অশোক গেহলট

অশোক গেহলট এবার নয়া মন্তব্য করেছেন। 

author-image
Aniket
20 Nov 2023
New Update
ashok gehlot

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: রাজস্থান নির্বাচন সামনেই। এবার নির্বাচনের পূর্বে কেন্দ্রের ওপর বিস্ফোরক মন্তব্য করলেন অশোক গেহলট। তিনি বলেছেন, "ভারত সরকার একটা খেলা খেলছে। রাজ্যগুলিতে বিতরণ করা মৌলিক আবগারি শুল্ক প্রায় শেষ হয়ে গেছে এবং অতিরিক্ত আবগারি শুল্ক ১, ২ এবং সেস সহ নতুন আবগারি শুল্ক রাজ্যগুলিতে বিতরণ করা হচ্ছে না। তারা সমস্ত টাকা কেন্দ্রের অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। তারা দেশের জনগণের সঙ্গে প্রতারণা করছে। রাজস্থানের চেয়ে মধ্যপ্রদেশে আবগারি শুল্ক বেশি। মধ্যপ্রদেশে পেট্রোল এবং ডিজেলের দাম বেশি হলেও তারা এর তুলনা করবে না"। কি বলেছেন তিনি দেখুন-