বিহারে দুর্নীতির অভিযোগে নিশানায় অশোক চৌধুরী, দাবি প্রশান্ত কিশোরের

কি দাবি করলেন প্রশান্ত কিশোর?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-20 9.44.20 AM

নিজস্ব সংবাদদাতা: জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর আজ এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী অশোক চৌধুরীর বিরুদ্ধে। তাঁর বক্তব্য, অশোক চৌধুরী বিহারে “দুর্নীতির রেকর্ড” গড়ে তুলেছেন এবং বিপুল পরিমাণ বেনামি সম্পত্তি সংগ্রহ করেছেন।

প্রশান্ত কিশোরের দাবি, ২০১৯ সালে অশোক চৌধুরী তাঁর ব্যক্তিগত সহকারী যোগেন্দ্র দত্ত-এর নামে ০.৭ একর জমি কেনেন ৩৪ লক্ষ টাকায়। পরে ২০২১ সালে সেই জমিটি অশোক চৌধুরীর মেয়ে শম্ভাবী চৌধুরী-র নামে স্থানান্তরিত হয় একই দামে। কিন্তু লেনদেনে যোগেন্দ্র দত্তকে দেওয়া হয়েছিল মাত্র ১০ লক্ষ টাকা।

এই অস্বচ্ছ লেনদেনের কারণে আয়কর দপ্তর অশোক চৌধুরীকে নোটিস পাঠায়। বিষয়টি ঢাকতে তিনি তাঁর পিএ-র অ্যাকাউন্টে বাকি ২৫ লক্ষ টাকা ট্রান্সফার করেন বলে অভিযোগ তুলেছেন প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোর আরও অভিযোগ করেন, এভাবেই বিভিন্ন কৌশল ব্যবহার করে গত দুই বছরে অশোক চৌধুরী নিজের স্ত্রী, কন্যা এবং “মানব বৈভব বিকাশ ট্রাস্ট”-এর নামে প্রায় ২০০ কোটিরও বেশি সম্পত্তি জোগাড় করেছেন।

এই অভিযোগের পর বিহারের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে অশোক চৌধুরী বা শাসকদলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।