আফ্রিদিকে 'জোকার' বলে উল্লেখ! বিস্ফোরক মন্তব্য করলেন আসাদউদ্দিন ওয়াইসি

আফ্রিদিকে জোকার বলে উল্লেখ করলেন আসাদউদ্দিন ওয়াইসি।

author-image
Tamalika Chakraborty
New Update
Asaduddin Owaisi

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছে।  ঘটনার নিন্দা সারা বিশ্ব করেছে। এই পরিস্থিতিতে প্রাক্তন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি ভারতীয় সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেছেন। পাকিস্তানের একটি নিউজ চ্যানেল সাক্ষাৎকারে তিনি বলেন, "ভারতে আট লক্ষ সেনা রয়েছে। তারপরেও পহেলগাঁওয়ে জঙ্গি হামলা কীভাবে হল? তারমানে ভারতীয় সেনারা অযোগ্য।" এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন  AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, " আফ্রিদি কে? আপনি আমার সামনে এই জোকারের নাম কেন বলছেন?"

afiri