/anm-bengali/media/media_files/ankQO0z5YUjc9ykHWLBd.jpg)
নিজস্ব সংবাদদাতা: অবশেষে তিহাড় জেল থেকে মুক্তি পেলেন আপের জাতীয় কনভেনর ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে। আগেই আর্থিক দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।
তিহাড় জেল থেকে সোজা বেরিয়ে আসেন আরবিন্দ কেজরিওয়াল। তাঁকে স্বাগত জানাতে তিহাড় জেলের বাইরে কর্মী, সমর্থক ও আপ নেতারা উপস্থিত ছিলেন।
এদিনের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারপতি উজ্জল ভূঁইয়া জনাব কেজরিওয়ালের সিবিআইয়ের গ্রেফতারকে "অযৌক্তিক" বলে মনে করেছেন। শীর্ষ আদালত অবশ্য মিঃ কেজরিওয়ালকে জামিনের শর্তের অংশ হিসাবে মুখ্যমন্ত্রীর কার্যালয় বা দিল্লি সচিবালয়ে যেতে নিষেধ করেছে। মামলা নিয়ে প্রকাশ্যে অরবিন্দ কেজরিওয়াল কোনও মন্তব্য করতে পারবেন না বলে সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি ভুঁইয়া বলেন, মানুষ যাতে কোনওভাবেই সিবিআইকে "খাঁচা বন্দি তোতা " মনে না করে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
Delhi CM and AAP national convener Arvind Kejriwal released from Tihar Jail
— ANI (@ANI) September 13, 2024'
The Supreme Court granted him bail in the Delhi excise policy case today pic.twitter.com/25AQVKcyN9
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)