গুজরাটে ভুয়ো মদের রাজ! বিজেপি–কংগ্রেসের ‘গোপন জোটে’ ৩০ বছরের ক্ষয়—রাজকোটে বিস্ফোরক কেজরিওয়াল

রাজকোটে গুজরাট সরকারের বিরুদ্ধে ভুয়ো মদের রমরমা, মন্ত্রিসভা অযোগ্যতা ও বিজেপি–কংগ্রেসের ৩০ বছরের ‘জোট’ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অরবিন্দ কেজরিওয়াল।

author-image
Tamalika Chakraborty
New Update
Arvind kejriwal

নিজস্ব সংবাদদাতা: আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল রাজকোট সফরে এসে দাবি করলেন, গুজরাটের পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে। তিনি বলেন, কয়েক দিন আগে বিজেপি সরকার নিজেদের মন্ত্রিসভা বদল করেছে, কারণ তারা নিজেরাই বুঝে গিয়েছে, তারা রাজ্য ঠিকভাবে সামলাতে পারছে না। কেজরিওয়ালের অভিযোগ, গুজরাটের সর্বত্রই ভুয়ো মদের ব্যবসা চলছে এবং প্রশাসন সেটি ঠেকাতে ব্যর্থ।

new-delhi-aap-national-convenor-arvind-kejriwal-at-the-release-of-kejriwal-gua-
ফাইল চিত্র

তিনি আরও বলেন, গত ৩০ বছর ধরে গুজরাটে নাকি বিজেপি–কংগ্রেসের এক ধরনের ‘মৌন জোটের’ সরকার চলেছে, আর তার ফলে রাজ্যের সাধারণ মানুষ বঞ্চিত হয়ে আসছেন। কেজরিওয়াল জানিয়েছেন, তিন দিনের এই সফরে তিনি সাধারণ মানুষ ও কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শুনবেন।