বন্দে মাতরম জপ করা 'মুর্দা কওম'-এর লক্ষণ ! আত্মসমর্পণ ও প্রতিরোধ নিয়ে চরম মন্তব্য করলেন মাওলানা মাদানি

কি চরম মন্তব্য করলেন মাওলানা মাদানি ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : জমিয়ত উলেমা-ই-হিন্দ-এর সভাপতি মাওলানা মাহমুদ মাদানী তাঁর সাম্প্রতিক এক ভাষণে সমাজের মধ্যে 'আত্মসমর্পণ' এবং 'প্রতিরোধের' মানসিকতার ভিত্তিতে 'মুর্দা কওম' (মৃত সম্প্রদায়) এবং 'জিন্দা কওম' (জীবন্ত সম্প্রদায়)-এর মধ্যে একটি বিতর্কিত পার্থক্য টেনেছেন। তিনি 'বন্দে মাতরম' জপ করার বিষয়টিকে 'মুর্দা কওম'-এর আত্মসমর্পণের প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

তিনি বলেন,'''মুর্দা কওম' কঠিন সময়ে লড়তে পারে না। তারা আত্মসমর্পণ করে। তাদের বলা হবে 'বন্দে মাতরম' জপ করতে, আর তারা সঙ্গে সঙ্গে তা শুরু করে দেবে। এটাই হলো একটি 'মুর্দা কওম'-এর চিহ্ন।"

ramnaami muslim

এরপর তিনি বলেন,''যদি কোনো সম্প্রদায় 'জিন্দা কওম' হয়, তবে তাদের নিজেদের মনোবল বাড়াতে হবে এবং তাদের পরিস্থিতির মুখোমুখি হতে হবে।"