গ্রেফতার কংগ্রেস নেতা- পুলিশ সুপার কি বলছেন?

কংগ্রেস নেতা কি বলা হয়েছে?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা আইন (MGNREGA) প্রকল্পে দুর্নীতির অভিযোগে গুজরাটের বরুচ জেলার কংগ্রেস নেতা হীরা জটভা এবং তাঁর পুত্র দিগ্বিজয় জটভাকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুর্নীতির ঘটনায় সরকারি অর্থ আত্মসাৎ, জাল নথি তৈরি ও চক্রান্তের অভিযোগে তদন্তে নামে জেলা প্রশাসন ও বিশেষ তদন্তকারী দল (SIT)।

বরুচ জেলার পুলিশ সুপার ময়ূর চৌধার বিবৃতি দিয়ে জানান, "MGNREGA প্রকল্পে অনিয়মের সন্দেহ উঠতেই বরুচের DDO (District Development Officer) ৫৬টি গ্রামে প্রাথমিক তদন্ত শুরু করেন। তার মধ্যে ১১টি গ্রামে সমীক্ষা চালিয়ে দেখা যায়, প্রকল্পের মাধ্যমে সরকারকে ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।"

তদন্তে উঠে এসেছে, বিভিন্ন নির্মাণ কাজ সঠিকভাবে হয়নি, বিলের সঙ্গে সামঞ্জস্য নেই ব্যবহৃত উপকরণের। সরকারি নির্দেশিকায় ৬০:৪০ অনুপাতে শ্রমিক ও উপকরণ খরচের যে নিয়ম, তাও মানা হয়নি।

এসআইটির তত্ত্বাবধানে তদন্ত চলাকালীন জানা যায়, ‘জলারাম’ ও ‘মুরলিধর’ নামক দুটি এজেন্সির মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং সেই দুই এজেন্সির মালিকরা পলাতক। হীরা জটভা এই এজেন্সিগুলি অন্য কারও নামে চালালেও প্রকৃত নিয়ন্ত্রণ তাঁর হাতেই ছিল এবং অর্থ স্থানান্তর করা হয়েছে তাঁর আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে।

গ্রেফতার করা হয়েছে রাজেশ টেইলার নামক এক ব্যক্তিকেও, যিনি নকল কাগজপত্র দেখিয়ে সরকারের কাছ থেকে টাকা তুলতেন।

পুলিশ সুপার আরও জানান, “দিগ্বিজয় জটভা, হীরা জটভার ছেলে, সরকারি প্রকল্পের টাকা তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তরিত করেছেন। তাঁকে গির-সোমনাথ জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।”

তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে, জাল জব কার্ড তৈরি করে, কাজ না করা লোকেদের নামে টাকা ঢুকিয়ে এবং সেই অর্থ ব্যক্তিগতভাবে ব্যবহার করে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চালানো হয়েছে।

এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে যাদের জড়িত পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।