New Update
/anm-bengali/media/media_files/zjbkSJq4NI1CH937u8ni.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। যার ফলে শুক্রবার থেকে ব্যাহত রয়েছে ট্রেন পরিষেবা। ফলে হাজার হাজার যাত্রী সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতিতে এবার ২ টি এমইএমইউ স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করেছে দক্ষিণ-পূর্ব রেল। ট্রেন ২ টি হাওড়া থেকে ওড়িশার বালেশ্বর পর্যন্ত যাবে। ফের বালেশ্বর থেকে হাওড়ায় ফিরবে ট্রেন ২ টি। প্রথম ট্রেনটি সকাল সাড়ে ১০ টার সময় হাওড়া থেকে ছাড়বে। দ্বিতীয় ট্রেনটি ছাড়বে দুপুর ১ টার সময়। ফলে যাত্রীদের সমস্যা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
#ser#IndianRailwayspic.twitter.com/o4d7mKQORU
— South Eastern Railway (@serailwaykol) June 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us