যুদ্ধ পরিস্থিতি দেখে আর্নিয়া সেক্টরে শুরু বাঙ্কারের সাফাই অভিযান, ‘দেশের জন্য’ বলছেন গ্রামের মহিলারা

বেড়ার কাছাকাছি সমস্ত জমির ফসলও এদিন কাটা হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-26 at 20.35.35

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারত ও পাকিস্তানের মধ্যেকার পরিস্থিতি মোটেই ভালো নেই। যেকোনও মুহুর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী যুদ্ধের মহড়া দিতে শুরু করেছে। স্থল, জল, বায়ু তিন ক্ষেত্রেই চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আর এমন সময় আর্নিয়া সেক্টরে দেখা গেল অন্য ছবি।

যুদ্ধ বাঁধতে পারে, সেই চিন্তা থেকে আগাম প্রস্তুতি সারছে আর্নিয়া সেক্টরের নেভা গ্রামের বাসিন্দারা। এদিন গ্রামের মহিলারা, সরপঞ্চ বলবীর কৌরের নেতৃত্বে গ্রামে প্রধানমন্ত্রীর নির্মিত বাড়িগুলিতে যেখানে বাঙ্কার রয়েছে, সেগুলি পরিষ্কার করলেন। এর সাথে, বেড়ার কাছাকাছি সমস্ত জমির ফসলও এদিন কাটা হয়। আর সেই শস্য বাঙ্কারের মধ্যেই মজুত করে রাখা হল। 

এই প্রসঙ্গে সরপঞ্চ বা পঞ্চায়েত প্রধান বলবীর কৌর বলেন, এই স্থানগুলি পরিষ্কার করা হচ্ছে এবং শস্য মজুত করে রাখা হচ্ছে কারণ যাতে পাকিস্তান বা বাইরে থেকে গোলাবর্ষণ শুরু হলে এই গ্রামের মানুষদের নিরাপদে রাখা যায়। “সেনারা যখন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে ব্যস্ত থাকবে তখন আমরা নিজেদেরকে সুরক্ষিত রেখে তাঁদেরকে সাহায্য করবো। যাতে তারা বিনা চিন্তায় যুদ্ধে মনোনিবেশ করতে পারে”, এদিন এমন ভাবেই ব্যাখ্যা করেন বলবীর কৌর।