দুই ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে, জানালার ভেতর উঁকি দিয়েই ধরা পড়ল মর্মান্তিক দৃশ্য

মধ্যপ্রদেশের জবলপুরে পার্ক করা গাড়ি থেকে উদ্ধার করা হল সেনা আধিকারিকের নিথর দেহ।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body .jpg

নিজস্ব সংবাদদাতা: বুধবার সকালে মধ্যপ্রদেশের জবলপুরে সদর মেইন রোডে ব্যাপক চাঞ্চল্য। ইন্ডিয়ান কফি হাউসের সামনে দাঁড়ানো একটি গাড়ির ভেতর থেকে সেনা আধিকারিকের নিথর দেহ উদ্ধার হয়। মৃত অফিসারের নাম মেজর বি বিজয়কুমার, তিনি ভারতীয় সেনায় কর্মরত ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেদিন সকাল আটটা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজে যোগ দিতে। কিছুক্ষণ পর তাঁর গাড়ি হঠাৎ ইন্ডিয়ান কফি হাউসের সামনে থেমে যায়। প্রায় দুই ঘণ্টা গাড়ি একই জায়গায় দাঁড়িয়ে থাকায় স্থানীয়রা সন্দেহ করেন। অনেকে জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখেন, মেজর আসনে ঝুঁকে নিস্তেজ হয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে খবর যায় ক্যান্টনমেন্ট থানায়।

dead

পুলিশ এসে দরজা খুলতেই দেখা যায়, অফিসারের শরীরে আর প্রাণ নেই। গাড়ির কাগজপত্র থেকেই তাঁর পরিচয় নিশ্চিত হয়। কিছুক্ষণ পর সেনা কর্তৃপক্ষও ঘটনাস্থলে পৌঁছয় এবং অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে যাওয়া হয় মিলিটারি হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসকদের ধারণা, হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু হয়েছে। যদিও ময়নাতদন্তের পরেই চূড়ান্ত কারণ জানা যাবে।

ক্যান্টনমেন্ট থানার আধিকারিক জানান, আপাতত ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তবে সেনা ও পুলিশ একসঙ্গে তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যেই মেজর বিজয়কুমারের পরিবারকে খবর দেওয়া হয়েছে। শীঘ্রই তাঁর আত্মীয়রা জবলপুরে পৌঁছবেন।