সেনাদের চোখ-কান খোলা রাখার নির্দেশ সেনাপ্রধানের, তাহলে কি পাকিস্তানের জবাব এখনও বাকি?

সকল পদমর্যাদার সদস্যদের সাথে মতবিনিময় করেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Gq-FO5EWsAArnd2

File Picture

নিজস্ব সংবাদদাতা: সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ড্যাগার ডিভিশন, চিনার কর্পসের সাথে দেখা করলেন এবার। ভারতের দুর্দান্ত প্রত্যাঘাতের পর এই প্রথম তাঁর এই সাক্ষাৎকার। এদিন সমগ্র এলাকা পরিদর্শন করেন তিনি এবং সকল পদমর্যাদার সদস্যদের সাথে মতবিনিময় করেন। সেনাদের উদ্দেশ্যে তিনি ‘অপারেশন সিন্দুর’-এর সময় নিয়ন্ত্রণ রেখায় আধিপত্য বিস্তারের জন্য তাদের বীরত্ব, জোশ এবং সতর্ক পদক্ষেপের প্রশংসা করেন। তিনি পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী শিবির ধ্বংসে সেনাদের ভূমিকারও প্রশংসা করেন। সেনাপ্রধান যেকোনো চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য সেনাদের সর্বদা প্রস্তুত থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিতে বলেছেন।

Gq-FSSEWIAAlNOe