সশস্ত্র বাহিনী পতাকা দিবস | দেশের সুরক্ষায় অটুট প্রহরীদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ

কি বললেন মোদী?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-12-07 11.20.37 AM


নিজস্ব সংবাদদাতা: আজ সশস্ত্র বাহিনী পতাকা দিবস। এই বিশেষ দিনে ভারত সেই সাহসী সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায়, যারা অদম্য সাহস, শৃঙ্খলা ও নিষ্ঠা নিয়ে দেশরক্ষা করে চলেছেন। সীমান্তে প্রতিনিয়ত জীবন বাজি রেখে দেশের নিরাপত্তা নিশ্চিত করছেন সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার সদস্যরা।

তাদের অক্লান্ত পরিশ্রম ও দেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করে, দেখিয়ে দেয় কর্তব্য, সাহস ও আত্মত্যাগের প্রকৃত অর্থ। সশস্ত্র বাহিনীর এই অবদানকে সসম্মানে স্মরণ করার পাশাপাশি সকলকে Armed Forces Flag Day Fund-এ দান করার আহ্বান জানানো হয়েছে, যাতে শহিদদের পরিবার ও আহত জওয়ানদের আর্থিক সহায়তা নিশ্চিত করা যায়।

জাতির প্রতি সেনাদের অবদান চিরস্মরণীয়। আজ তাঁদের প্রতি কুর্নিশ।