সাংবিধানিক সংস্থাকে অপমান করা রাহুলের স্বভাব ! ইভিএম এবং ভোটার তালিকা বিতর্ক নিয়ে পাল্টা দিলেন অর্জুন রাম মেঘওয়াল

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ?

author-image
Debjit Biswas
New Update
Arjun Ram Meghwalq1.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, নির্বাচন কমিশন এবং ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ তুলেছেন, এবার তার তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেন,''রাহুল গান্ধীর একটি স্বভাব হলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বদনাম করা, যা দেশের স্বার্থের জন্য ভালো নয়।" এই কথার মাধ্যেম তিনি বোঝাতে চেয়েছেন যে, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা এবং তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা দেশীয় গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর।

t